প্রধান মেনু

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক

আলোরকোল ডেস্ক ।।

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০টি মাছ ধরা জাল ও পাঁচ মণ মাছ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন নৌ-পুলিশের খুলনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বুধবার (১১ ডিসেম্বর) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বেহালা মরা খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা খুলনার মোংলা, দাকোপ ও কয়রার বাসিন্দা।

জিয়াউদ্দিন আহমেদ বলেন, বনদস্যু ‘জিয়া বাহিনীর’ কবল থেকে অপহৃত এক জেলেকে উদ্ধারের লক্ষ্যে ইন্সপেক্টর জিয়াউর রহমানের নেতৃত্বে বেহালা মরা খালে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে তারা জেলে বলে পরিচয় দেয় এবং তাদের দেয়া তথ্যমতে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০টি মাছ ধরা জাল ও পাঁচ মণ মাছ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*