প্রধান মেনু

সাতক্ষীরার সেই আকবর রাজাকার গ্রেফতার

সাতক্ষীরা  প্রতিনিধি ।।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলাসহ অর্ধশত নাশকতা মামলার আসামি জামায়াত নেতা মাওলানা আকবর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।

বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান  বলেন, আকবর আলী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। এছাড়া ২০১৩ সালে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে আকবর নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান।

এরপর ২০১৩ সালে প্রকাশ্যে এসে সরকারবিরোধী আন্দোলনের নামে ব্যাপক সহিংসতা চালান। পরে আবারও আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে মেয়ের বাড়ি থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মানবতাবিরোধী অপরাধের মামলা (জিআর ৯২/৯, কালিগঞ্জ) দায়ের করা হয়।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*