প্রধান মেনু

সাউথখালিতে সদ্য নির্বাচিত ইউপি সদস্য আলামিনের নেতৃত্বে ১০ বাড়ীতে হামলা,আহত-১৫

আলোরকোল ডেস্কঃ

শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রায় ১৫ জন গুরুত্বর আহত। উত্তর সাউথখালীর ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মো.আলামিন এর নেতৃত্বে প্রায় ১০/১২ বাড়ীতে হামলা করা হয়। হামলায়  এলাকায় চরম আতংক বিরাজ করছে।

যাদের বাড়ীতে হামলা করা হয়, ইউছুব মোল্লা,হাফেজ মীর,সিদাম গাজী,আউয়াল হাওলাদার,নুরজাহান বেগম,জাকির পহলান,জলিল খা,ছগির সা্,খলিল পহলান,মালেক হাওলাদার ওপ্রার্থী আ.হালিম খানের বাড়ী।

সাবেক ইউপি সদস্য মো.আ.হালিম জানান,আমার কর্মীদের বাড়ীঘর ভাঙ্গচুর ও প্রত্যেকের ঘরের মালামাল লুটকরে নিয়ে যায় সদ্য নির্বাচিত প্রার্থী মো.আলআমিন ও তার দলবল।আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি।

অন্যদিকে, চালিতাবুনিয়া ,বগী,শরণখোলা,ও তাফালবাড়ীতে মারপিটের ঘটনাও ঘটলে নারী পুরুষসহ প্রায় ১৫ জন গুরুতর আহত হয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।আহতদের  মধ্যে সাউথখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যন এসমাইল হোসেন খলিফার ছেলে রুবেল খলিফার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।আহতরাসবাই চালিতাবুনিয়া ও বগী গ্রামের বাসিন্দা।

এবিষয়ে প্রার্থী মো.আলআমিন এর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*