প্রধান মেনু

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন

সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় জেলেদের মৃত্যু হলে পাবে বীমা সুবিধা

রিপোর্ট আলোরকোল ।।

সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেদের বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হলে তাদের জন্য বীমা সুবিধা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম কানিজ ফাতেমা আহমেদের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

শ ম রেজাউল করিম বলেন, ‘সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেদের বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হলে তাদের জন্য বীমা সুবিধা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে কোনো জেলে নিহত বা আহত হলে তাদের এককালীন সহায়তা প্রদান করা হয়ে থাকে।’

মন্ত্রী আরও জানান, সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৃত্যু বা অক্ষম জেলেদের আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০১৯ সালে ‘নিহত জেলে পরিবার বা স্থায়ীভাবে অক্ষম জেলেদের আর্থিক সহায়তা প্রদান নীতিমালা-২০১৯’ প্রণয়ন করেছে। উক্ত নীতিমালা অনুযায়ী মাছ ধরা সময়ে ঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস ও বজ্রপাতের কারণে ও জল দস্যুদের হামলায় বা বাঘ, হাঙ্গর, কুমির বা হিংস্র জলজ প্রাণীর আক্রমণে নিবন্ধিত নিহত বা নিখোঁজ জেলেকে অনধিক ৫০ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের লিখিত জবাবে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী জানান, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় সর্বমোট ১৬ লাখ ২০ হাজার জেলে ‍নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং ১৪ লাখ ২০ হাজার জেলের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় নতুন জেলেদের নিবন্ধন ও পূর্বে নিবন্ধিত জেলেদের আইডি কার্ড বিতরণের লক্ষ্যে রাজস্ব খাতে নতুন কোড খোলা হয়েছে এবং ২০১৯-২০ অর্থবছরে এই খাতে ১০ লাখ বরাদ্দ রয়েছে। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান নির্দেশিকা ২০১৯ অনুযায়ী নতুন আইডি কার্ড প্রদান প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, ‘মৎস্য ও প্রাণিজ পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি ও মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে রুই জাতীয় মাছ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পাঙাশ, কই, শিং, মাগুর ও তেলাপিয়া মাছ উৎপাদনের ক্ষেত্রে এক নীরব বিপ্লব সাধিত হয়েছে।’






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*