প্রধান মেনু

শেখ হাসিনার নেতৃত্বে তরুন প্রজন্মই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে -ডা. মোজাম্মেল

এম.পলাশ শরীফ ।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে বঙ্গবন্ধু-মুজিব বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য সাবেক সমাজ কল্যান প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তরুন প্রজন্মই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে।

ক্রিড়া অঙ্গনে বিশ্বকাপ ক্রিকেটে শুধু বাংলাদেশ নয় এক সময়ে বিশ্বকাপ ফুটবলেও অবস্থান করবে। সেদিন আর বেশী দূরে নয়। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তন হয়েছে। জাতীয় করণ করা হয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে, শিক্ষার্থীরা পাচ্ছে উপবৃত্তি সহ বিভিন্ন সুযোগ সুবিধা।

সোমবার বিকেলে উপজেলা পর্যায়ে এ ফাইনাল খেলায় ঐতিহ্যবাহী এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা খেলায় ৭২নং নেহালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ১২৫ নং পূব খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজীত করে। ২য় পর্যায়ে বঙ্গবন্ধু গোলকাপে ১৭২ নং মোড়েলগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ৮৮নং ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

অনুষ্ঠিত এ খেলায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন,

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, চেয়ারম্যান মাহমুদ আলী, যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, তাতীলীগ নেতা মো. হাসানুজ্জামান বাবু, শহিদুল ইসলাম খান, ছাত্রলীগ নোত আব্দুল্লাহ আল সুমন। ফাইনাল খেলায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, সুবির কুমার ঘোষ, মো.মনিরুজ্জামান, এসএম জাকির হোসেন, সজল কুমার মহলী, শিক্ষক নেতা কামরুজ্জামান বাবলু, হারুন-অর রশিদ, রবিন্দ্রনাথ, ওমর ফারুক তালুকদার ও জাকির হোসেন মল্লিক ও প্রধান শিক্ষিকা হোসনেয়ারা হাসি, জাহিদ হোসেন, হারাধন চক্রবর্তী, সারমিন জাহান, মো. আনোয়ার হোসেন, রেহানা রিয়া, ফারজানা বিথি সহ বিভিন্ন শিক্ষক মন্ডলি। খেলাটি পরিচালনা করেন রোকনুজ্জামান উজ্জল। #






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*