প্রধান মেনু

শরণখোলায় পরিসংখ্যান অফিসে তালা ভেঙ্গে ২টি ল্যাপটপ ও ১টি স্ক্যানার চুরি

আলোরকোল ডেস্ক ।।
শরণখোলা উপজেলা পরিসংখ্যান অফিসে দুর্ধর্ষ চুরি হয়েছে। চক্রটি দুটি ল্যাপটপ কম্পিউটার ও একটি স্ক্যানার নিয়ে গেছে।

যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলা পরিষদের একটি ভবনে।
সংশ্লিষ্ট অফিসের ডাটা এন্ট্রি অপারেটর (ডিইও) হায়দার আলী জানান, রবিবার সকাল ৯টার দিকে চেইনম্যান জাহিদুল ইসলাম অফিসে এসে দরজা খোলা দেখতে পান।

পরে দেখেন দরজার তালা ভেঙ্গে কে বা কারা অফিসে ঢুকে দু’টি ল্যাপটপ এবং একটি স্ক্যানার মেশিন নিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষনিভাবে তিনি জেলা অফিস এবং শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসকে অবহিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, উপজেলা পরিষদে কোনো নাইটিগার্ড নেই। রাতে অরক্ষিত থাকে অফিসগুলো। অফিসে চুরির ঘটনা এর আগে কখনো ঘটেনি। সীমানা প্রাচীর নির্মান ও পর্যাপ্ত পাহারাদার নিয়োগ দেওয়ার জন্য আগে থেকেই সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলকে চিঠি দেয়া হয়েছে।

এছাড়া, পরিসংখ্যান অফিসের চুরির বিষয়টি থানায় জানানো হয়েছে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার বলেন, চুরির বিষয়টি তিনি জেনেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*