প্রধান মেনু

বাসচলাচল বন্ধ

শরণখোলা আঞ্চলিক মহাসড়কের তাফালবাড়ির কলেজিয়েট  স্কুলের অংশে ধ্বস

নজরুল ইসলাম আকন ।।

বাগেরহাটের শরণখোলা- মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তাফালবাড়ি কলেজিয়েট  স্কুলের পাশের প্রায় ২৫ মিটার জায়গার আংশিক পুকুরে ডেবে গেছে।

ফলে  তাফাল বাড়ির সাথে অন্যান্য এলাকার সর্ব প্রকার যান চলা- চল  বন্ধ রয়েছে । এতে দূর্ভোগের স্বীকার হচ্ছে   সাউথখালী সহ   রায়েন্দা -মোরেলগঞ্জের যাত্রী সাধারন। 

তাফালবাড়ি এলাকার বাসিন্দা  ও সমাজ কর্মী আবু জাফর মীর, শাহালোম হাওলাদার, রুহুল আমীন হাওলাদার, শামীম জোমাদ্দার জানান, সড়কের এ অংশ পুকুরে ভেঙ্গে যাওয়ায় বাস সহ অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাউথখালীর মানুষের দূর্ভোগে বেড়ে গেছে।

  ব্যবসায়ীদের মালামাল পরিবহনে দেখা দিয়েছ সমস্যা। বাসমালিক সমিতির সভাপতি শামীম আহসান পলাশ জানান,  তাফালবাড়ি কলেজিয়েট স্কুলের পূর্ব পাশ থেকে  সড়কের বেশ কিছু জায়গা পুকুরে ডেবে গেছে। ফলে রায়েন্দা – মোড়েলগঞ্জ থেকে আসা যাত্রীবাহি বাস তাফালবাড়ি বাজারে আসতে পারছেনা।  বিষয়টি তিনি সরক ও জনপথ বিভাগের বাগেরহাট জেলা প্রকৌশলীকে অবহিত করেছেন। 

জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ বলেন,  ভেঙ্গে যাওয়া জায়গাটি পরিদর্শন করে দ্রুত সংস্কার করা হবে।  






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*