প্রধান মেনু

ব্রাকের বৃক্ষ রোপণ কর্মসূচী

শরণখোলায়  ২৬ হাজার পরিবারের মধ্যে গাছের চারা বিতরণ

আলোরকোল ডেস্ক ।।
সিডর ও আইলা বিধ্বস্ত শরণখোলা উপজেলায় পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে ১লক্ষ ১০হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে ব্রাক।

জলবায়ু পরিবর্তন কর্মসূচীর অধীনে উপজেলার ৪ ইউনিয়নের ২৬ হাজার পরিবারের মধ্যে ৩ টি করে গাছের চারা বিতরণ করা হচ্ছে বলে ব্রাক সুত্রে জানা গেছে।
বুধবার উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠ সংলগ্ন ফায়েল খায়ের ভবনে এ কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ব্রাক কর্মকর্তা আবু মনিরুজ্জামান খান, সাজ্জাত হোসেন ও শারমিন সুলতানা জুথি।

কর্মসূচীর মাঠ সমন্বয়ক শারমিন সুলতানা জুথি জানান, উপজেলার ৪ ইউনিয়নের ২৬ হাজার পরিবারের মধ্যে একটি আম, একটি আমলকি ও একটি মেহগনী গাছের চারা ও উপজেলা প্রতিষ্ঠানগুলোতেও প্রয়োজনীয় সংখ্যক চারা দেয়া হচ্ছে। গাছগুলো যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে সেজন্য ব্রাক কর্মীরা নিবিড় পর্যবেক্ষন করবে বলে জানান তিনি।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*