প্রধান মেনু

শরণখোলায় হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলোরকোল ডেস্ক ঃ
বাগেরহাটের শরণখোলায় হিফজ ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এক কুরআন ও ক্বিরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ।
হাজী বদরউদ্দীন মোল্লা ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে ১৯ মার্চ (মঙ্গলবার) রাতে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আ. আজিজ মোল্লার সভাপতিত্বে
পশ্চিম রাজৈর আলহাজ্ব আব্দুল আজিজ মোল্লা বাড়ীর জয়নাল আবেদীন ঈদগাহ ময়দানে এ প্রতিযোগীতায় উপজেলার ১২ টি কওমি ও হাফেজিয়া মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।ওই প্রতিযোগীদের মধ্যে প্রথম পুরস্কার নগদ ৮ হাজার টাকা ও ক্রেস্ট পেয়েছেন কাছেমুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী মো. তামিম।

দ্বিতীয় পুরস্কার নগদ ৬ হাজার টাকা ও ক্রেস্ট পেয়েছেন ফজলুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. সিয়াম। তৃতীয় পুরস্কার নগদ ৪ হাজার টাকা ও ক্রেস্ট পেয়েছেন মীর সামছুদ্দীন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আবু তাইয়ুব । পরে বিজয়ীদের নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রায়েন্দা সদর ইউনিয়রে চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও বিষেশ অতিথি ছিলেন বাগেরহাট পিসি কলেজের সাবেক অধ্যক্ষ আ.সাত্তার আকন । পরে প্রতিযোগীদের উদ্দেশ্যে হাজী বদরউদ্দীন মোল্লা ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মোস্তফা জামান বলেন ,প্রতিবছর এ প্রতিযোগীতার আয়োজন করা হবে । ###






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*