প্রধান মেনু

শরণখোলায় মৎস্য বিভাগের কম্বিং অপরেশনে ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ

আলোরকোল ডেস্ক ।।

শরণখোলায়  বলেশ্বর ও ভোলা নদে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহেন্দী ও কারেন্ট জাল নির্মূলকরন সংক্রান্ত মৎস্য বিভাগের এক বিশেষ কম্বিং অপরেশনে অবৈধ বেহেন্দী ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ।

আজ বুধবার( ৮ জানুয়ারী )দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীনের নেতৃত্বে মোবাইল   কোর্টের মাধ্যমে বলেশ্বর ও ভোলা নদে অভিযান চালানো  হয় ।

এসময় প্রায় ৩ লক্ষ টাকার অবৈধ বেহেন্দী ও কারেন্ট জাল জব্দ করা হয় । জব্দকৃত জালের মালিকরা (জেলে) পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি । 

এব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয়  কুমার রায় বলেন ,মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহেন্দী ও কারেন্ট জাল নির্মূলকরন সংক্রান্ত মৎস্য বিভাগের এক বিশেষ কম্বিং অপরেশনের অব্যহত থাকবে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন , আজ  দুপুরে বলেশ্বর  ও ভোলা নদে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*