প্রধান মেনু

শরণখোলায় ব্যাংক ম্যানেজারসহ করোনায় আরো ৫জন আক্রান্ত

 

আলোরকোল ডেস্ক ।।
শরণখোলায় নতুন করে আরো পাঁচ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা হচ্ছেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের পিতা-এসকে মহিউদ্দিন আহম্মেদ (৬১), তার মা নাজমিন আহম্মেদ (৪২), বোন মৌসান নাজনিন (২২), তাফালবাড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারি মল্লিক আরাফাত (৩৩) ও জনতা ব্যাংকের শরণখোলা শাখার সাবেক ব্যাবস্থাপক দেবাশীষ মিস্ত্রী। বুধবার দুপুরে তাদের দেয়া নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলায় এসে পৌছায়। এনিয়ে শরণখোলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ জনে দাড়িয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, গত ২২জুন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে দুপুরে পাঁচ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহম্মেদের পরিবারের সদস্যরা খুলনায় তাদের বাড়িতে এবং অন্য দুইজন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত শরণখোলায় ২১ জন আক্রান্তের মধ্যে থেকে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে তিনি জানান।##

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*