প্রধান মেনু

শরণখোলায় পুকুর খননকালে ম্যাগজিন সহ গুলি উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় পুকুর খনন করতে গিয়ে মাটির ২০ ফুট নিচে ম্যাগজিন সহ ৬ রাউন্ড গুলি পেয়েছেন শ্রমিকরা। ২৩ জানুয়ারী (শনিবার) বিকেলে উপজেলার ধানসাগর ইউনিয়নের ইউনাইটেড সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরের মাটি খননকালে পরিত্যক্ত অবস্থায় ওই ম্যাগজিন ও গুলির সন্ধান পাওয়া যায়।
ওই পুকুরটি খনন কাজের ঠিকাদার মাহমুদুল হাসান সৈকত আকন জানান, নিয়মিত কাজের অংশ হিসাবে (শনিবার) দুপুরে ওই পুকুরটিতে মাটি খননের কাজ শুরু করেন প্রায় অর্ধশত শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে শ্রমিকদের ব্যবহৃত খোন্তায় আঘাত লাগলে তারা মাটি তুলে ম্যাগজিন সহ ৬ রাউন্ড গুলি দেখতে পান। পরে শরণখোলা থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে খননকালে পাওয়া ম্যাগজিন ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, উদ্ধার হওয়া ম্যাগজিন ও গুলি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত রাইফেলের গুলি বলে ধারণা করা হচ্ছে এবং জিডি পুর্বক শানার সংরক্ষনাগারে জমা রাখা হয়েছে। ###

এমাদুল হক (শামীম)
শরণখোলা, বাগেরহাট।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*