প্রধান মেনু

শরণখোলায় পাঁচটি অবৈধ করাত কল বন্ধ করে দিয়েছে প্রশাসন

আলোরকোল ডেস্ক ।। 
বাগেরহাটের শরণখোলার   উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে সুন্দরবন সংলগ্ন সাউথখালীর বিভিন্ন এলাকায় বনের কাছাকাছি অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি করাত কল (স-মিল) সীল গালা করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ( ৩১ডিসেম্বর ) সকাল ১১টার  থেকেকরাত কলগুলোতে  অভিযান  চালানো হয়।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন ভ্রাম্যমান আদালত বসিয়ে করাতসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ এবং পাঁচটি করাত কলে সীলগালা করে দেন। এসব অবৈধ করাত কল মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় বনবিভাগ।
বন্ধ করে দেওয়া করাত কল মালিকরা হলেন, সাউথখালীর  মো. গণি হাওলাদার , মো. শামসুল হক মাষ্টার, মো. নুরুল হক আড়ৎদার,  মো. সেলিম ও মো. ফারুক হোসেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন  বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকার ১০কিলোমিটারের মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা সমস্ত করাত কলে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে। এ ব্যাপারে মিল মালিকদের বিরুদ্ধে ২০১২সালের করাত কল আইনে মামলা দায়ের করা হবে।





উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*