প্রধান মেনু

উদ্যোক্তা সাতক্ষীরার আকাশ

শরণখোলায় প্রেসক্লাবের সহযোগিতায় নির্মান হচ্ছে ইকো ট্যুরিজম জোন

আলোরকোল ডেস্ক ।।

বাগেরহাটের শরনখোলায় পর্যটন শিল্প বিকাশের লক্ষে ইকো-ট্যুরিজম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শরণখোলা প্রেসক্লাবের  আয়োজনে ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি বাবুল দাসের   সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন  উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পর্যটন ব্যবসায়ী আব্দুর রহমান আকাশ,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, অন্যান্যদের

মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা,  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তা মহিউদ্দিন খান,  সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর জব্বার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম আকন,  সহ- সভাপতি আব্দুল মালেক রেজা,  সাবেক সাধারন সম্পাদক

মহিদুল ইসলাম,  সাবেক সাধারন মিজানুর রাকিব, সিএমসির সহ- সভাপতি ওয়াদুদ আকন,  কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু  প্রমুখ, আলোচনা সভায় বক্তারা শরনখোলা রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় ইকো- ট্যুরিজম স্পট স্থাপন করতে দাতা ও উদ্যক্তাদের প্রতি আহবান জানান। এ সময়  অনুষ্ঠানে উপস্থিত পর্যটন 

উদ্যক্তা আব্দুর রহমান আকাশ পুর্ব- সুন্দরবনের  শরণখোলা রেঞ্জ অফিস ও বাজার সংলগ্ন  এলাকায় অতি অল্প সময়ের মধ্যে ইকো- ট্যুরিজম  জোন তৈরী করবেন বলে  জানান। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস বলেন,   পর্যটন বান্ধব সরকার বেসরকারী উদ্যক্তাদের সার্বিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*