প্রধান মেনু

 সংবাদ সম্মেলন ইউপি চেয়ারম্যানের দাবী

শরণখোলায় জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে প্রনোদিত

আলোরকোল ডেস্ক ।।

শরণখোলার রায়েন্দা ইউনিয়নে জেলেদের বিশেষ ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রনোদিত দাবী করে সংবাদ সম্মেলন করেছেন রায়েন্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন। শনিবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রায়েন্দা ইউপি চেয়ারম্যান লিখিত বক্তব্যে বলেন, ২২ আগস্ট অসুস্থতায় চিকিৎসাজনীত কারণে তিনি খুলনায় ছিলেন। ওইদিন প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি, পরিষদের সচিব ও অন্যান্য ইউপি সদস্যরা জেলেদের মাঝে সঠিকভাবে তাদের প্রাপ্য বিশেষ ভিজিএফ চাল বিতরণ করছিলেন। জেলেরা চাল নিয়ে বাড়ী যাবার পথে রাস্তায় তাদের পথরোধ করে জেলেদের কাছ থেকে কয়েকটি চালের বস্তা জোর করে নিয়ে ২৫ কেজি ধারন ক্ষমতা সম্পন্ন ত্রুটিপূর্ণ মিটার দিয়ে চাল মেপে ওই মহলটি জেলেদের প্রতি ৩২/৩৩ কেজি করে বিতরণ করা হচ্ছে বলে অপপ্রচার করেন। কোন উপকারভোগী এ বিষয়ে অভিযোগ না করলেও ওই মহলটি প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে একটি নাটক সাজিয়েছেন। যা রাজনৈতিক প্রতিদ্বন্দিতার কারনে বিশেষ ব্যাক্তি জেলেদের উস্কানি দিয়ে ঘোলাটে পরিস্থিতির সৃস্টি এবং ইউনিয়ন পরিষদের মতো গনমূখী প্রতিষ্ঠানের ভাবমূর্তী ক্ষুন্ন করেছেন। ইউপি চেয়ারম্যান সংবাদ কর্মীদের প্রশ্ন রেখে বলেন, ২৫ কেজি ওজন ক্ষমতা সম্পন্ন মিটারে ৪৫/৪৬ কেজি চালের মাপ সঠিকভাবে হয় কিনা ? সংবাদ সম্মেলনে উপস্থিত প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি, ইউপি সদস্য যথাক্রমে জাকির হোসেন, তাসেন তালুকদর, কাওসার আকন, সহিদুল ইসলাম, নাজমা আক্তার, বেবী আক্তার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*