প্রধান মেনু

শরণখোলায় এ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরনে অগিদগ্ধ-৩

ইমরান উদ্দিন শুভ।।

বাগেরহাটের শরনখোলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরনে তিনজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজারের পূর্বমাথা ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান ও ফায়ার সার্ভিসের ইনচার্জ শেখ ফিরোজ আলী ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

হাসাপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮ টার দিকে রায়েন্দা বাজার পূর্ব মাথায় ফেরীঘাট এলাকায় নজরুল ইসলাম মীর নামের এক রোগীকে খুলনা নেয়ার উদ্দেশ্যে (ঢাকা মেট্র চ-৫১-৩৩৬৩) এ্যাম্বুলেন্সটি ফেরীঘাট এলাকায় অবস্থান নেয়। এসময় গাড়ীর মালিক মামুন অক্সিজেন সিলিন্ডারটি ঠিক আছে কিনা দেখতে গিয়ে মেশিন চালু করা মাত্রই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এসময় এ্যাম্বুলেন্সে থাকা উপজেলার রায়েন্দা বাজারের আবু সালেহ গাজীর পূত্র মামুন গাজী (৩০), ড্রাইভার নওয়াব আলী মীরের পূত্র মিলন (৩৫) ও গাড়ীতে থাকা মোঃ মজিবর হাওলাদারের পূত্র শিমুল (২৭) অগিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা অগ্নিদগ্ধ এ্যাম্বুলেন্সটির আগুন নিয়ন্ত্রনে আনে।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় এবং অত্র হাসপাতালে অগ্নিদগ্ধদের কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ###






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*