প্রধান মেনু

শরণখোলায় অজগর উদ্ধার

রিপোর্ট  সুমন হাওলাদার।।
শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের সাখাওয়াত হাওলাদারের বাড়ি থেকে একটি অজগর সাপ স্থানীয়রা রবিবার ১৬ (ফেব্রুয়ারী) সন্ধায় আটক করে তা বনবিভাগের কাছে হস্তন্তর করে।
অজগর সাপটি সোমবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো.শহিদুল ইসলাম জানান, বেশ কিছু দিন যাবত সাখাওয়াত হাওলাদারের পোষা হাঁস-মুরগি বাগানে গেলে আর ফিরে আসতোনা। গত একসপ্তাহে তার ৫-৬টি হাস-মুরগি নিখোঁজ হয়েছে। রবিবার সন্ধার আগে মুরগির চেচামেচি শুনে লোকজন বাগানে গিয়ে সাপটি দেখতে পান এবং পরে সেটি ধরে ফেলেন।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন ,প্রায় সাত ফুট লম্বা অজগরটি সকালের দিকে বনে অবমুক্ত করা হয়েছে।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*