প্রধান মেনু

মোড়েলগঞ্জে হাতুড়ে ডাক্তারের হাতে গৃহিনীর মৃত্যু

এম.পলাশ শরীফ।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে এক হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় পলি হালদার(২৫) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। বহরবুনিয়া গ্রামের রিপন হালদারের স্ত্রী পলি অকাল গর্ভপাতজনিত ঘটনার এক সপ্তাহ পরে রবিবার রাত ১০টার দিকে ভুল চিকিৎসায় মারা যান। থানা পুলিশ আজ সোমবার বিকেল ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে রিপন হালদার বলেন, অকাল গর্ভপাত জনিত কারনে রবিবার তার স্ত্রী অসুস্থ্য বোধ করেন। তখন প্রতিবেশী ঘের ব্যবসায়ী কথিত ডাক্তার মনিতোশ মন্ডলকে ডেকে আনেন।

মনিতোশ প্রথমে ৩টি ট্যাবলেট খাওয়ান পলিকে। পরে ৩ টি ইনজেকশন করেন। ইনজেকশন করার কিছুক্ষণ পরেই মারা যায় পলি।

এ বিষয়ে কথিত ওই ডাক্তার ঘের ব্যবসায়ী মনিতোশ মন্ডল বলেন, ‘আমি খুলনায় এক ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা দিয়েছি। কোন এমবিবিএস বা এফসিপিস এ চিকিৎসায় ভুল ধরতে পারবেনা’। মনিতোশ মন্ডলের শিক্ষাগত যোগ্যতা এসএসপি পাশ বলে জানা গেছে। এলাকায় তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। নিজ বাড়িতে রয়েছে চেম্বার ও ওষুধের দোকান।

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, গৃহিনী পলি হালদারের মৃত্যুর সঠিক কারন জানার জন্য লাশ উদ্ধার করা হয়েছে। কাল মঙ্গলবার পোষ্ট মর্টেম করানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*