প্রধান মেনু

মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু

 
এম.পলাশ শরীফ,বাগেরহাট।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুমনা আক্তার(৪) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (২৬ মে) মঙ্গলবার দুপুরে পূর্ব সরালিয়া এলাকায়।

নিহতের পিতা পান্নান শিকারি জানান, ঘটনার দিন বেলা ১১টার দিকে শিশু কণ্যা সুমানা আক্তার(৪) বড় ভাই আফতাফ শিকারীর হাত ধরে একই গ্রামে নানা বাড়ির উদ্যোশে যাচ্ছিলো। এ সময় শরণখোলা মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিকারী বাড়ির মোড়ে রাস্তা ক্রসিংয়ের সময় কেয়ার থেকে যাত্রী বাহী একটি ব্যাটারী চালিত অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাথা ও বুকে আঘাত পেয়ে গুরুত্বর জখম হয়। তাৎক্ষনিক তাকে আর এম আধুনিক হাসাপতালে নিয়ে গেলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নজরুল ইসলাম ফারুকী শিশু সুমানাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত সুমানা আক্তার পশ্চিম সরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেনীর শিক্ষার্থী। তার পিতা পূর্বসরালিয়া গ্রামের পান্না শিকারী বেসরকারি সংস্থা আমামিজু প্রকল্পের দিনমজুরের কাজ করতেন। নিহত শিশুর পরিবারে মাতা কুলসুম বেগম, বড় ভাই আফতাব শিকারী, পিতা পান্না শিকারী রয়েছে।

এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থালে ছুটে যান মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সহ স্থানীয় লোকজন। নিহত শিশু শিক্ষার্থী সুমানার মৃত্যুতে পরিবারের স্বজনদের কান্নায় নিস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*