প্রধান মেনু

মোড়েলগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

এম.পলাশ শরীফ।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে জিউধরায় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ আগষ্ট বুধবার বিকেলে ৫টায় সোমাদ্দারখালী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুনসুর আলী মাঝি। স্মরণ সভায় আলোচনা করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা, সহ-সভাপতি মাষ্টার নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন মাসুম, ইউপি সদস্য যুবলীগ নেতা শিমুল কান্তি মিস্ত্রী,আসাদুজ্জামান আসাদ, মাহফুজুর রহমান খান ও ছাত্রলীগ নেতা কামরুজ্জামান পল্টু। সভায় বক্তারা বলেন, ২০০৪ সালে ২১ আগষ্ট এই দিনে এ ঢাকায় পল্টনে কেন্দ্রীয় আ.লীগের জনসসভায় বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে এ গ্রেনেড হামলা চালায়। তৎকালিন বিরোধী দলীয় সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহ আ.লীগের রাজনীতি চিরতরে নিস্তব্ধ করে দিতে চেয়েছিলো। সেই গ্রেনেড হামলায় সেদিন মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী নিহত হন।  এ হত্যা কান্ডের বিচারের রায় কার্যকরের জন্য পলাতক আসামিদেরকে দেশে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান। আলোচনা শেষে দোয়া ও তাবারক বিতরণ করা হয়।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*