প্রধান মেনু

কুয়েত প্রতিনিধি দলের পরিদর্শন

মোরেলগঞ্জ-শরণখোলাবাসির স্বপ্ন পানগুছি নদীতে সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে

মোরেলগঞ্জ প্রতিনিধি ।।
মোরেলগঞ্জে পানগুছি নদীতে সেতু নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন কুয়েত সরকারের একটি প্রতিনিধি দল। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে কুয়েত ফান্ড ফর আরব ইকোনোমিক ডেভেলপমেন্ট সংস্থার পক্ষে মো. আল হাদীদী, সিনিয়র প্রকৌশল উপদেষ্টা হাসান মুদাল্লাল, মাহমুদ আলী আল এরিয়ানী ও সহকারি আইন উপদেষ্ঠা তাহের আল খাতীব সেতু স্থল পরিদর্শন করেন। মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন দলটির সাথে ছিলেন।
এ ছাড়াও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারি প্রধান এসএম হাসান, বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মাহমুদ আলী, জাহাঙ্গীর আলম বাদশা, শাহাজাহান আলী, আকরামুজ্জামান, শফিকুর রহমান লাল, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম সহ বিভিন্ন নেতাকমী এ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এসএম হাসান বলেন, পানগুছি নদীতে ১৪শ’ মিটার দীর্ঘ সেতু নির্মান করতে কুয়েত সরকারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক খাকলে কুয়েত সরকার ৩৭০ কোটি টাকা সেতুটি নির্মানে বিনিয়োগ করবে। গতকাল সেতু নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বলেন, মোরেলগঞ্জ-শরণখোলা বাসির দীর্ঘদিনের প্রানের দাবি পানগুছি নদীতে সেতু নির্মানের তাদের সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ইসতেহারে প্রতিশ্রুতি অনুযায়ী পানগুছি সেতুর বাস্তবায়ণ।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*