প্রধান মেনু

মোরেলগঞ্জে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, অটক-৩

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি ।।

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীর ঘষিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে একটি কার্গো থেকে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার ও কার্গোর ৩ জন ষ্টাফসহ কার্গোটি আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে সিমেন্ট উৎপাদনের কাচা মাল বহনকারী কার্গো “এম,ভি প্রিন্স বঙ্গতরী” মোংলা হয়ে ঢাকার নারায়নগঞ্জে যাচ্ছে।

ওই কার্গোতে বিপুল পরিমান ফেনসিডিল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষিরা কম্পানি কমান্ডার এএসপি মো. শাহীনের নেতৃত্বে র‌্যাবের একটি দল মোরেলগঞ্জের ঘষিয়াখালী নামক স্থানে অভিযান চালিয়ে কার্গোটি আটক করে।

আটকের পর কার্গোটিতে তল্লাসি করলে চটের ছোট ছোট বস্তায় রাখা ৯৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় র‌্যাব কার্গোর ৩জন ষ্টাফকে আঠক করে।

র‌্যাবের হাতে আটক ষ্টাফরা হল কার্গোর চালক ফারুক হোসেন, মুসলমি উদ্দিন, গ্রীজার সিরাজ । এ ঘটনায় শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হযেছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*