প্রধান মেনু

মোরেলগঞ্জে সেটেলমেন্ট অফিসারকে লাঞ্চিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি ।।
জমি নইলে টাকা। স্বামী ও পিতার জমির ওয়ারিশ অনুযাই জমি পেতে সহকারী সেটেলমেন্ট অফিসারকে ঘুষ দেন মোরেলঞ্জের এক মৃত মুক্তি যোদ্ধার স্ত্রী ও কন্য। চুক্তি মোতাবেক টাকা দেয়ার পরেও জমির পর্চা নাদিয়ে ওই সহকারী সেটেলমেন্ট অফিসার ডেপুটিসনে সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলায় চলেগেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সহকারী সেটেলমেন্ট অফিসার বিমল বিশ্বাস মোরেলগঞ্জ সেটেলমেন্ট অফিসে এসে পেশকার আব্দুল জলিলের রুমে পেশকারের চেয়ারে বসেন বলে জানান পেশকার আব্দুল জলিল। এ সময় মৃত মুক্তিযোদ্ধা তাহের মোস্তানের স্ত্রী ও কন্যারা মিলে চার নারী তার রুমে এসে ঘুষের টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

এক পর্যায় ওই নারীরা তাকে পেশকার আব্দুল জলিলের রুমে বসে জুতা পিটা করেন। এ সংবাদ পেয়ে সার্ভেয়ার মনোজ কুমার দত্ত ঘটনা স্থলে আসলে তাকেও জুতাপিটা করেন। উপস্থি স্থানীয় লোকজন ছাড়িয়েদিলে ওই নারীরা চলেযান। এ ব্যাপারে বিমল বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সার্ভেয়ার মনোজ কুমার দত্ত কোন মন্তব্য করতে রাজি হননি।
এর পরে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন । ঘটনার পরপরই সহকারী সেটেলমেন্ট অফিসার বিমল বিশ্বাস মোরেলগঞ্জ ত্যাগ করেন।

  রিপোর্ট

ফজলুল হক খোকন
তারিখ: ১০. ০৩. ২০২০






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*