প্রধান মেনু

মোরেলগঞ্জে বন্যা কবলিত এলাকার ৫শ’ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন : এমপি মিলন

এম.পলাশ শরীফ :
সুপার সাইক্লোন ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ও করোনা ভাইরাসে নিজগৃহে কর্মহীন হয়ে পড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল শ্রেণী পেশার মানুষ ত্রাণের আওতায় আসবে।

এ সরকারের আমলে কোন মানুষই অভূক্ত থাকবে না কথাগুলো বলেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। শুক্রবার দিনব্যাপী ত্রাণ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেন মোড়েলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে।

উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পলিটিক্সে আব্দুল লতিফ ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রে দুপুরে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৯টি ওয়ার্ডের নারী পুরুষ, প্রতিবন্ধী অস্বচ্ছল ৫শ’ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, যুবলীগের যুগ্ম আহŸায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমানসহ বিভিন্ন নেতৃবন্দ।

অপরদিকে সকালে প্রধান অতিথি এ্যাড. আমিরুল আলম মিলন সকালে পৌরসভার ১নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী নব্বইরশী বাসষ্ট্রান্ডে পরিবহন শ্রমিক ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর সভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, কাউন্সিলর নান্না শেখ উপস্থিত ছিলেন। বিকেলে তিনি শরণখোলা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে ভেরীবাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কওে ক্ষতিগ্রস্ত পরিবারের খো৭ খবর নেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*