প্রধান মেনু

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা ও লিফলেট বিতরণ

 মোরেলগঞ্জ প্রতিনিধি ।।

বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে ডেঙ্গু মশা প্রতিরোধে জনসচেনতায় মাইকিং সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের কাকড়াতলী বাজারে “পরিবেশ রাখি পরিস্কার বন্ধ করি মশার বিস্তার” ডেঙ্গু মুক্ত দেশ চাই পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই” এ রকম বিভিন্ন শ্লোগান মুখরিত লিফলেট বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা।

এ জনসচেতনতায় ৩দিন ধরে ইউনিয়নের সোমাদ্দারখালী বাজার, লক্ষীখালী, ডেউয়াতলা, ডুমুরিয়া, সোনাতলা, কাকড়াতলী সহ বিভিন্ন বাজারগুলোতে প্রতিটি বাড়ির আঙ্গীনা ও আসপাশের ঝোপ-ঝাপড় পরিস্কার রাখার জন্য মাইংকি করা হয়। এ উপলক্ষে একই সময় কাকড়াতলী বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান বাদশা।

এ সময় অন্যন্যের মধ্যে আলোচনা করেন উপজেলা পল্লী দারিদ্রবিমোচন কর্মকর্তা মৃলেশ কান্তি মজুমদার, ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মাসুম, ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান, ইউনিয়ন আনসার বিডিপির কমান্ডার সিদ্দিকুর রহমান হাওলাদার, ইউপি মেম্বর শিমুল কান্তি মিস্ত্রী, চানমিয়া হাওলাদার, আসালতা মন্ডল, শিক্ষক যদুনাথ মন্ডল, রনজিদ বিশ্বাস, আশিষ কুমার হাওলাদার ও ইমাম নুরুজ্জামান খান।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*