প্রধান মেনু

মোরেলগঞ্জে জেজেএস’র ‘দুর্যোগ মেলা’ বিষয়ক সাংবাদিক সম্মেলন

 

মোরেলগঞ্জ প্রতিনিধি  ।।

বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের দুর্যোগ সচেতনতা মূলক প্রদর্শনী ‘দুর্যোগ মেলা’ বিষয়ক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা কর্মরত বে-সরকারী সংস্থা জেজেএস’র মহড়া প্রকল্পের উদ্যোগে মোরেলগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান জেজেএস’র মহড়া প্রকল্পের সকল স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষে মো. ছগির শেখ। এ সময় জেজেএ’র উপজেলা প্রকল্প অফিসার মো. তরিকুল ইসলাম ও ট্রেনিং অফিসার নুর নবী আলম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘দুর্যোগ প্রস্তুতি শিখছি, দুর্যোগ মোকাবেলায় লড়ছি’ এই প্রতিপাদ্যের আলোকে উপজেলার ২৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে আগামী রোববার সকালে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে শিক্ষার্থীদের দূর্যোগ সচেতনাতামূলক প্রদর্শনী ‘দুর্যোগ মেলা’ অনুষ্ঠিত হবে।
এতে শিক্ষার্থীরা ঘুর্ণিঝড় দুর্যেগ সচেতনতামূলক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনের পাশাপাশি তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের দুর্যোগ ঝুঁকিহ্রাসমূলক বার্ষিক পরিকল্পনা উপাস্থাপন করবেন।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*