প্রধান মেনু

মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

মোরেলগঞ্জ প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পার্ঘ অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি কেন্দ্রীয় নেতা এ্যাডভোকট মো. আমিরুল আলম মিলন এমপি , উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক সহ দলীয় নেতৃবৃন্দ।

অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শিশুদের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ জাতীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য  অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো.শাহ-ই-আলম বাচ্চু।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার প্রমূখ।

  এছাড়াও মোরেলগঞ্জ পৌরসভায়ও কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদারসহ কাউন্সিলরবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। #

ফজলুল হক খোকন

তারিখ: ১৫. ০৮. ২০০২০






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*