প্রধান মেনু

মোরেলগঞ্জে জাতীয় শোক দিবসে প্রশাসনের  উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

এম.পলাশ শরীফ ।।

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীর জনকের প্রতিকৃতিতে পুর্স্পাঘ্য অর্পণ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা র‌্যালী ও আলোচনা সভা পুরস্কার বিতরনী।

(১৫ আগষ্ট বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্ত্বরে উপজলো প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

পরবর্তীতে একটি শোক র‌্যালী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক মন্ডলি, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সমন্বয়ে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফির্সাস ক্লাবে আলোচনা সভায় মিলিত হন। সভায় উপজেলা নির্বাহী কর্র্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।

অন্যন্যের মধ্যে আলোচনা করেন  সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদার, সদস্য সচিব শাহ আলম বাবুল, কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান ও শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দী। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*