প্রধান মেনু

মোবাইল চুরির ঘটনায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

আলোরকোল ডেস্ক।।

জামালপুরের বকশীগঞ্জে মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবু সালেহ ময়না নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নিলক্ষিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালেহ আহমেদ ময়না উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও নিলাক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি।

পুলিশ জানায়, গত ২৬ আগস্ট বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া বাজারে একটি মোবাইল ফোনের দোকান থেকে ২১টি ফোন চুরি হয়। পরে দোকানের মালিক ফজলু মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্গম চর থেকে নিলক্ষিয়া ইউনিয়নের পোড়াবাড়ি এলাকার অর্খ শেখের ছেলে মনু মিয়া (৪২) ও রুকন খলিফার ছেলে রবিন মিয়াকে (১৮) আটক এবং তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকের পর তাদের আদালতে সোপর্দ করা হলে আসামিরা আদালতে মোবাইল চুরির ঘটনায় ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা এই ঘটনার সঙ্গে সালেহ আহমেদ ময়না জড়িত বলে জানান। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা ও মামলার প্রাথমিক তদন্তে ওই চুরির ঘটনায় সালেহ আহমেদ ময়নার সম্পৃক্ততা পায় পুলিশ। পরে আজ শুক্রবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আসামি সালেহ আহমেদ ময়নাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*