আলোরকোল ডেস্ক ঃ

মোংলা প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারন সম্পাদক ও এনটিভির ষ্টাফ রিপোর্টার আবু হোসাইন সুমনের মা মোমেনা বেগম (৬০) গতকাল বুধবার রাতে মোংলা পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কবরস্থান রোডে নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—রাজিউন )।

বৃহস্পতিবার সকালে তার জানাযা নামাজ শেষে স্থানীয় পৌর পুরাতন কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, ভাই-বোন-নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাংবাদিক আবু হোসাইন সুমনের মায়ের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছুটে যান। এসময় শোক ও সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য সেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক আহসান হাবীব হাসান,সাংবাদিক এম এ মোতালেব,মোঃ হাসান গাজী,মোঃ নুর আলম শেখ,মনিরুল ইসলাম, মোঃ আবুল হাসান, নিজাম উদ্দিন, মনিরুল ইসলাম দুলু, দিদারুল আলম বিজয়।

এছাড়াও উপস্থিত হয়েছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, সাবেক পৌর মেয়র শেখ আঃ সালাম,পৌরসভার প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন,পৌর যুবলীগ নেতা শেখ কামরুজ্জামান জসিম, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,যুবলীগ নেতা এস এম কবির মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,যুব মহিলা লীগের সুুমী লীলা প্রমূখ।

অন্যদিকে সাংবাদিক আবু হোসাইন সুমনের মায়ের মৃত্যুতে পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, উপজেলা নির্বাহি অফিসার মোঃ রবিউল ইসলাম, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম প্রমূখ।