প্রধান মেনু

মোংলার ৩৭টি মন্দির-মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

মোংলা প্রতিনিধি।।
রাত পোহালেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। তাই মন্দির-মন্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের কর্ম ব্যস্ততা।

এবার প্রথমবারের মত স্বর্ণ ব্যবসায়ীদের আয়োজনে মোংলায় হতে যাচ্ছে সবচেয়ে বড়, আকর্ষণীয় ও জাকজমকপূর্ণ দুর্গোৎসব।

মোংলার ৩৭টি মন্ডপে এবার উদযাপিত হবে এ দুর্গা পূজা। তাই শেহলাবুনিয়ার বঙ্গবন্ধু সড়কের সবচেয়ে বড় এবং ব্যতিক্রম আকর্ষণীয় পূজা মন্ডপ ও কেন্দ্রীয় বটতলা মন্দিরসহ সকল জায়গায় ইতিমধ্যে প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে আলোকসজ্জার কাজ।

মোংলা জুয়েলারী ব্যবসায়ী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন চন্দ জানান, মোংলায় ৩৭টি মন্ডপে এবার দুর্গা পূজা উদযাপন হবে। এরমধ্যে জুয়েলারী সমিতির উদ্যোগে ব্যাপক পরিসরে তৈরী হচ্ছে মন্ডপ। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, পৌর শহরের শেহলাবুনিয়া, বটতলা, আরাজী মাকড়ঢোন, দিগরাজ, কাইনমারী, মিঠাখালী, বুড়িরডাঙ্গা এলাকাসহ মোট ৩৭ টি মন্ডপের দুর্গোৎসব ঘিরে কঠোর নিরাপত্তার পাশাপাশি ব্যাপক নজরদারীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*