প্রধান মেনু

মঠবাড়িয়ায় স্কুলের পাশে ইটের পাঁজা গুড়িয়ে দিলো প্রশাসন

 
মঠবাড়িয়া প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে ইট পাঁজা স্থাপন করে শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগে প্রশাসন ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে। সোমবার দুপুরে উপজেলার ১৩০ নম্বর বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইটের পাঁজায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ইটের পাঁজা গুড়িয়ে দেয়। এসময় অভিযুক্ত ইট পাঁজা মালিক মো. আব্দুল হালিম ফরাজিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের সূত্রে জানাযায়. উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের ১৩০ নম্বর বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ২০ ফুট দুরত্বে স্থানীয় প্রভাবশালী মো. আব্দুল হালিম ফরাজি একটি ইটের পাঁজা গড়ে তুলে আগুন লাগিয়ে ইট পোড়ানোর কাজ করে আসছিলো। ফলে ইটের পোড়ানোর ধোঁয়ায় বিদ্যালয়ের পাঠদানে সমস্যার সৃষ্টি হয়।
স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে বিষয়টি অবহিত করলে সোমবার দুপুরে পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান আদাল অভিযান চালিয়ে স্কুল লাগোয়া ইটের পাঁজাটি গুড়িয়ে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বিয়টি নিশ্চিত করে জানান, স্কুল ভবনের ২০ ফুট দুরত্বে স্থাপনকৃত ওই ইটের পাঁজার ধোয়ায় পরিবেশ বিনস্টসহ শিক্ষার্থীদের পাঠদানে সমস্যার সৃষ্টি হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস বলেন, স্কুলের পাশে ইটের পাঁজা স্থাপন বেআইনি। অনুমোদন বিহীন এসব ইটের পাঁজা বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে।

     রিপোর্ট

ইসরাত জাহান মমতাজ
মঠবাড়িয়া ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*