প্রধান মেনু

মঠবাড়িয়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যদ্বয়ের সাথে উপজেলা প্রশাসন শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার ও বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন।

বেলা এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বশির আহম্মেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরের মুক্ত মঞ্চে উপজেলার ১১ ইউনিয়নের পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। সভায় বক্তব্য দেন, সংসদ সদস্য ও সরকারি হিসাব সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী, উপজেলা চেয়ারম্যান

মো.রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত, অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল. উপজেলা আওয়ালীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মুক্তিযুদ্ধে সুন্দরবন অঞ্চলের আসাদ নগরের কমান্ডিং অফিসার মুজিবুল হক খান মজনু, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ উল হক, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, রফিকুল ইসলাম জালাল প্রমুখ।

সংর্ধনা সভায় মুক্তিযোদ্ধারের ফুল দিয়ে বরণ করা হয়। এর আগে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ উপহার সামগ্রী প্রদান করে সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করেন।

ইসরাত জাহান মমতাজ
মঠবাড়িয়া পিরোজপুর






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*