প্রধান মেনু

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে আইন-শৃঙ্খলার কমিটির এক সদস্য

 
মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে হারুন-অর-রশিদ (৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছেন উপজেলা আইন-শৃঙ্খলার কমিটির সদস্য (নিকাহ রেজিষ্ট্রার) মাহমুদ কাজী।

তিনি ও তার ভাই মামুন খন্দকার মিলে প্রতিপক্ষ মুক্তিযোদ্ধার ছোট ভাই ফিরোজ খন্দকারকে মারধর করেন । স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার বিকেলে বেতমোর গ্রামে এঘটনা ঘটলে মঠবাড়িয়া থানা পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহমুদ কাজী ও মামুন খন্দকার ওই গ্রামের তৎকালীন ইউনিয়ন শান্তি কমিটির সাধারণ সম্পাদক মৃত. মজিবর খন্দকার এর ছেলে।

আহত মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ জানান, তার জমির সীমানার মধ্য দিয়ে প্রতিবেশী মাহমুদ কাজী পাকা সিড়ি স্থাপন করতে গেলে তিনি বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহমুদ কাজী ও তার ভাই মামুন খন্দকার তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এসময় তার ভাই ফিরোজ খন্দকার বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।এ বিষয়ে অভিযুক্ত মাহমুদ কাজীর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, অভিযোগ মৌখিক শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, এ হামলার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে। তদন্তে দোষি প্রমানিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
এদিকে মুক্তিযোদ্ধার ওপর এ ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতারা বিচার দাবি করেছেন।

ইসরাত জাহান মমতাজ
     মঠবাড়িয়া






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*