প্রধান মেনু

মঠবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মঠবাড়িয়া প্রতিনিধি ।

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনার গুজব ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি ও মূল্য তালিকা প্রকাশ্যে না টানানোর অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে পৌর শহরে মোল্লা ট্রেডর্সকে সাত হাজার টাকা, মক্কা ট্রেডর্সকে পাচ হাজার টাকা, চাল ব্যবসায়ী নবী হোসেনকে দশ হাজার টাকা, বাবুল মুদি দোকানকে পাচ হাজার টাকা, নূর নবী মুদি দোকান দুই হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিষ্ট্রট রিপন বিশ্বাস ক্রেতাদের কাছে পিঁয়াজ, চিনি, চাল, লবনসহ নিত্য পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠান মালিকদের ৩১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মঠবাড়িয়া থানার ওসি আবু জাফর মো. মাসুদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

নির্বাহী মেজিষ্ট্রট রিপন বিশ^াস জানান, সরকারের পর্যাপ্ত মজুদ থাকা সত্তেও করোনার গুজব ছড়িয়ে একটি সংঘবদ্ধ চক্র অধিক মুনাফা লাভের আশায় মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে অসাধূ ব্যবসায়ীদের জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থ্াকবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*