প্রধান মেনু

মঠবাড়িয়ায় ভোক্তা আইনে চার প্রতিষ্ঠানকে জরিমানা

 মঠবাড়িয়া প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের চার প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দিনব্যাপী পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া এ (বাজার তদারকি) অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য সামগ্রী উৎপাদন, খাবারের প্যাকেটে মেয়াদ এর তারিখ উল্লেখ না থাকা ও মেয়াদোর্ত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে এসব প্রতিষ্ঠানকে অর্থদ- প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান হল শহরের দেবনাথ ট্রেডার্স ৪ হাজার টাকা,আদী সাতক্ষীরা ঘোষ ৫ হাজার টাকা, দক্ষিন বন্দর বড়মাছুয়া সড়কে মদিনা বেকারী ১০ হাজার টাকা এবং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে হাওলাদার ফার্মেসীর মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, এ অভিযান অব্যাহত থাকবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*