প্রধান মেনু

মঠবাড়িয়ায় ভুমি সেবা মেলা শুরু

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে ডিজিটাল ভূমি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় সহজীকরণ ও ভূমি বিষয়ে জনসচেতনাতা বৃদ্বির লক্ষ্যে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলার সাফা বন্দর বাজারে আনুষ্ঠানিক ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এ মেলার উদ্বোধন করেন।

SONY DSC

সাফা বন্দর বনিক সমিতির সভাপতি এম এ সাঈদের সভাাপতিত্বে বক্তব্য রাখেন, সাফা বন্দর বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা. সাংবাদিক আবদুস সারাম আজাদি, মিজানুর রহমান মিজু, ইসমাইল হোসেন হাওলাদার, মনিরুল ইসলাম মধু, রুম্মান হাওলাদার প্রমূখ।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানাযায়, মুজিব বর্ষ উপলক্ষে ভূমি সেবা মেলা উপজেলার ১১ ইউনিয়নের ভূমি অফিসে স্বল্প সময়ে চান্দিনা ভিটি নবায়ন, ভূমি উন্নয়ন কর (খাজনা) গ্রহণ, ই-মিউটেশন, ই-কর,ই-নামজারীসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে।

এ সেবা সফল করতে উপজেলার ১১ ইউনিয়নে ভূমি সেবা ক্যাম্পসহ বিভিন্ন গুনুত্বপূর্ন স্থানে ভূমি অফিসের বিভিন্ন সেবার বিষয়ে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, ভুমি সেবা ইতিপূর্বে চালু করা হলেও অন্যান্য ডিজিটাল সেবা সমূহ গতিশীল ও দ্রæত ভুমিসেবা প্রদানই এ মেলার উদ্দেশ্য।

        রিপোর্ট

ইসরাত জাহান মমতাজ
     মঠবাড়িয়া






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*