প্রধান মেনু

মঠবাড়িয়ায় বুলবুলের তন্ডব ও জোয়ারের স্রোতে আমন ধানের ব্যাপক ক্ষতি

 

ইসরাত  মমতাজ ,মঠবাড়িয়া ।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুল এর তান্ডব ও  জোয়ারের স্রোতে ১১ ইউনিয়নের আমন ফসল এখন নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে।

এ ছাড়া ঘূর্ণিঝড়, প্রবল বর্ষণ আর জোয়ারের প্লাবনে ফসল নেতিয়ে পড়ে ৩/৪ ফুট পাানিতে নিমজ্জিত হয়ে পড়ে কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে ।

এতে প্রায় ৫৭ কোটি টাকার ফসলহানী ঘটেছে।
সরেজমিনে ঘুরে উপকূলীয় বড়মাছুয়া, বেতমোর রাজপাড়া, আমরাগাছিয়া, সাপলেজা গ্রামের আমন আবাদের মাঠ ঘুরে দেখা গেছে শনিবার রাত ও রবিবার ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে আমন ধান প্রায় চার ফুট পানির নিচে তলিয়ে রয়েছে।

কৃষি জমির মাঠে নেতিয়ে পড়েছে কাঁচা পাকা ধান।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ঝড়ে উপজেলার পাঁচ সহ¯্রাধিক কৃষক অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন।

ঝড় ও জলোচ্ছাসে ইরি আমন ৬ হাজা ৬৫ হেক্টর, ১৪ হাজার ৩৫ হেক্টর স্থানীয় আমন, খেসারি ডাল ৭৮০ হেক্টর, পান ৬৪ হেক্টর, সরিষা ২ হেক্টর, শাকসবজি ১৫০ হেক্টর, পেঁপে ৩০ হেক্টর, কলা ১২০ হেক্টর, ফসল সম্পূর্ণ ক্ষতি হয়েছে।

এতে কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী সর্বমোট ৫৭ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে।
উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের কৃষক সিরাজুল হক ফরাজী জানান, তিনি এক একর জমিতে আমন আবাদ করেছিলেন ।

তার আবাদী মাঠের ধানে কেবল ফলন ধরেছিল। এসব এখন লন্ডভন্ড হয়ে গেছে।

মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ ও অতিজোয়ারের প্লাবনে ফসল বিনস্টের কথা জানিয়ে বলেন, এ ক্ষতি প্রাকৃতিক।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থ সহায়তার পাশাপশি ধান, গম, সরিষা, মুগ ডাল সরবরাহ প্রয়োজন হবে।

সেই সাথে কৃষকের কাছ থেকে এবার ন্যায্যমূল্যে ধান ক্রয় করা জরুরী ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*