প্রধান মেনু

কাজীর রেজিস্ট্রেসন বাতিলের সুপারিশ

মঠবাড়িয়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী ফারজানা

ইসরাত জাহান মমতাজ,মঠবাড়িয়া  ।।

 মঠবাড়িয়ড়িয়া সবুজনগরের আলমগীর হোসেনের মেয়ে ১০ম শ্রেণির স্কুল ছাত্রী ফারজানা আকতারের (১৫) সাথে স্থানীয় ঘটিচোরা গ্রামের মোকসেদ আলীর ছেলে চট্রগামে একটি বে-সরকারি প্রতিষ্ঠানে চাকুরীরে জসীম উদ্দিন (২৮) এর সাথে বিয়ের আয়োজন করে দুই পরিবার ।

সোমবার বিকালে বিয়ের আনুষ্ঠানিকতার সময় গোপন সংবাদেরর ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার ও উন্নয়ন কর্মী ইসরাত জাহান মমতাজ পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন ।

প্রশাসনের উপিস্থিতি টের পেয়ে বিয়ের কাজি কেটে পড়েন। পরে ভ্রাম্যমান আদলতে বর, বরের বাবা, ও কনের বাবাকে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেওয়া হয়।

পরে বরের বাবা ও কনের বাবা ও মার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না-দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।পরে বাল্য বিয়ে পড়ানোর দায়ে সংশ্লিষ্ট কাজির লাইসেন্স বাতিলে সুপারিশ করা করা হয়।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*