প্রধান মেনু

জয়িতা অন্বেষণ কর্মসূচি উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা

মঠবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী নারীদের জয়িতা হিসেবে সংর্বধনা দেয়া হয়

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহ নওয়াজ বেগম, থানার ওসি আঃ জাঃ মো. মাসুদুজ্জামান, স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট উপজেলা সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের আই জি এ প্রকল্পের ট্রেড প্রশিক্ষক মো. আল আমীন, কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের জেন্ডার প্রমোটর নওরিন আহম্মেদ তিশা ও প্রকল্পের প্রশিক্ষনার্থী বৃষ্টি মজুমদার।

পরে বাংলাদেশ জয়িতা অন্বেষণ কর্মসূচির আওতায় উপজেলার ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*