প্রধান মেনু

মঠবাড়িয়ায় দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে ৫ কক্ষ পরিদর্শককে অব্যহতি প্রদান

মঠবাড়িয়া প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান দাখিল পরীক্ষার দুটি কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের নকল করায় সহযোগিতা ও নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তর পত্রে ভরাট করে দেয়ায় সুপারসহ পাঁচজন পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার সকালে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে বাদুরা শেখ ফজিলাতুন্নেছা কামিল মাদ্রাসার পরীক্ষা কমিটির সদস্য ও স্থাণীয় নূরল-আলা-নূর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: রুহুল আমীন, দাউদখালী কামিল মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান, তুষখালী এনএস দাখিল মাদ্রাসার শিক্ষক সুনির্মল মন্ডল, ছোট শিংগা নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো: আবদুল কাইউম ও জানখালী উলুবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শামিম আহসানকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস তাদেরকে অব্যহতি প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস অভিযুক্ত কক্ষ পরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে কেন্দ্র সচিবদের সতর্ক করা হয়েছে বলে জানান। তিনি আরও জানান, ভবিষ্যতে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*