প্রধান মেনু

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় ৫৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তত

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় আম্ফান সম্ভাব্য আঘাত মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে তুষখালী, বড়মাছুয়া, আমড়াগাছিয়া, সাপলেজা, বেতমোড় ইউনিয়নে আগাম সতর্ক বার্তাসহ সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা উত্তোলন করা হয়েছে।

এসব এলাকায় সব ধরণের প্রস্ততি নিয়ে এরই মধ্যে প্রশাসন কাজ শুরু করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে ফায়ার সার্ভিস প্রতিনিধি, ঘুর্ণিঝর প্রস্ততি কর্মসূচির (ঈচচ) ইউনিট টিম লিডার ও ইউপি চেয়ারম্যান ও সদস্যগণদের নিয়ে প্রস্ততি সভা করেন। পরে নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বড় মাছুয়া ঝুঁকি পূর্ণ বেড়িবাধ পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক জানান, উপজেলার ৫৯টি সরকারি সাইক্লোন সেন্টার এবং বেসরকারি পর্যায়ের ৪৫টি আশ্রয় কেন্দ্র হিসেবে স্কুল ,কলেজ ও মাদ্রাসা ভবন ও ২০৫টি প্রাথমিক স্কুল দুর্যোগ কবলিত জনগণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। উপজেলায় সিপিপির মোট ১১৭৫ জন স্বেচ্ছাসেবক কাজ করছে।

ইসরাত জাহান মমতাজ
      মঠবাড়িয়া 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*