প্রধান মেনু

মঠবাড়িয়ায় করোনা উপসর্গে স্কুল শিক্ষিকার মৃত্যু

 

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসাধিন অবস্থায় মনিরা বেগম (৪০) নামে এক স্কুল শিক্ষিকার করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যু ঘটেছে। করোনা উপসর্গ নিয়ে এ পযন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত স্কুল শিক্ষিকা ১১১ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে কর্মরত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম জানান , গত পাঁচদিন দিন আগে ওই স্কুল শিক্ষিকার হালকা জ্বর ও সর্দি-কাঁশিতে আক্রান্ত হন। আজ বৃহস্পতিবার দশটার দিকে আশংকাজনক অবস্থা স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জররী বিভাগে চিকিৎসা চলাকালিন সময়ে তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মঠবাড়িয়া এ যাবৎ ১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে এদের মধ্যে ৫১জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকি ৫৭জন হোম আইসোলেশনে ও একজন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ইসরাত জাহান মমতাজ
মঠবাড়িয়া প্রতিনিধি






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*