প্রধান মেনু

মঠবাড়িয়ায়   উপজেলা প্রশাসনের  ত্রাণ বিতরণ

 
মঠবাড়িয়া প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলেশ^র নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের জেলে পল্লীতে পরিবার প্রতি ১৬ কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ত্রান সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ ও উপজেলা কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বন্যায় বলেশ^র নদ তীরবর্তী ভেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকায় ক্ষতি গ্রস্তদের মাঝে পৌঁছে দেন।
অপরদিকে সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী নিয়ে দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ জানান, প্রধানমন্ত্রীর ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত নগদ টাকা ও সুখনো খাবার পর্যায়ক্রমে দ্রুত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান পোঁছে দেওয়া হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*