প্রধান মেনু

মঠবাড়িয়ায় অপহরণের ৫দিন পর ক্ষুদ্র ব্যবসায়ী উদ্ধার, আটক-১

ইসরাত জাহান মমতাজ মঠবাড়িয়া ।।

পিরোজপুরের মঠবাড়য়ায় অপহরণের ৫দিন পর খলিল আকন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে তালাবদ্ধ একটি ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

অপহৃত ক্ষুদ্র ব্যবসায়ী খলিল আকন

শুক্রবার দুপুরে আন্ধার মানিক বাটার পোল এলাকার মাছের ঘের সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত জসিম (২৫) নামের এক যুবককে আটক করা হয়। অপহৃত ওই ব্যাক্তি পার্শবর্তী পাথরঘাটা থানার হাড়িটানা গ্রামের ছত্তার আকনের ছেলে। সে গত সোমবার শহরের বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ হয়েছিলেন। পুলিশ জানায়, উপজেলার পাতাকাটা গ্রামের জসিম (২৫) নামের এক যুবক ওই ব্যাক্তিকে আটক রেখে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে অপহৃত খলিলের পরিবার বিষয়টি পুলিশে জানালে শুক্রবার সকালে মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী জসিম পুলিশের জালে আটক হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপহৃত খলিলকে একটি তালাবদ্ধ ঘরের দোতালা থেকে উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার পুলিশের উপ-পরিদর্শক মো. শহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয় অপহৃত খলিলের পরিবার মামলার প্রস্ততি নিচ্ছে।  






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*