প্রধান মেনু

বাঘের আবাসস্থল ‘সুন্দরবন’ ও সুন্দরবনের প্রাণ ‘পশুর নদী’ রক্ষায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনন

বিশ্ব বাঘ দিবসে মোংলায় মানববন্ধন, র‌্যালী ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোংলা  প্রতিনিধি ।।
বাঘের আবাসস্থল ‘সুন্দরবন’ ও সুন্দরবনের প্রাণ ‘পশুর নদী’ রক্ষায় মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

dav

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোংলার শেহলাবুনিয়ায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন অংশ নেয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘আসুন বাঘের আবাসস্থল সুন্দরবনকে রক্ষা করি’ শ্লোগানে সোমবার পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপারস বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র বাগেরহাট জেলা সমন্বয়কারী মো: নুর আলম শেখ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ‘সুন্দরবন জাদুঘর’র পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, সাংবাদিক শেখ কামরুজ্জামান জসিম, বাপা নেতা নাজমুল হক, স্থানীয় জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হ্ওালাদার, রুদ্র স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার গীতা হালদার ও কমলা সরকার।

এ সময় বক্তরা বলেন, খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বাঘ লোকালয়ে আসছে এবং মারা যাচ্ছে। সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরায় এবং সুন্দরবনের প্রাণ পশুর নদীর দূষণের ফলে সুন্দরবনের খাদ্য শৃংখলা ভেঙ্গে পড়ছে।

তাই সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ মারা বন্ধ করতে এবং পশুর নদী দূষণ রোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পাশাপাশি সুন্দরবনের বাপার জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে।
পরে দুপুর ১২ টায় বাঘ দিবসের র‌্যালী শেষে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার’ শিরোনামে রচনা ও শিশু চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্

রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ,এম দুলাল ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*