প্রধান মেনু

বাগেরহাট শহরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

মাসুম হাওলাদার ,বাগেরহাট ।।
বাগেরহাটে রাতে ফাকা রাস্তায় বে-পরোয়া মটর সাইকেল চালাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় জিমনেসিয়ানের পরিচালক কামরান হোসেন (২৩) নিহত হয়েছেন। এ সময় রাস্তার পাশে কর্মরত শ্রমিকসহ আরও ৩ জন আহত হন।

শনিবার রাত সাড়ে ১১ টার দিকে বাগেরহাট শহর রক্ষা বাঁধের কাচাঁ বাজার এলাকায় দাড়িয়ে থাকা পন্যবাহী ট্রাকের পিছনে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। নিহত কামরান হোসেন বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামের ইসারাত হোসেনের ছেলে।

আহতরা হলেন, বাগেরহাট শহরের সরুই এলাকার ইসমাইল হোসেনের ছেলে জাকির খলিফা (৩৫), শহরেদড়াটানা এলাকার সোবাহান তালুকদারের ছেলে মন্টু তালুকদার (৫৬) ও পথচারি সেলিম (৩২)। আহত দুই শ্রমিককে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর থানার ওসি (তদন্ত) ফকির পান্নু মিয়া বলেন, কামরান হোসেন তার এক বন্ধুকে মটর সাইকেলযোগে শহরে বিসিক এলাকায় এগিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে শহর রক্ষাবাঁধ এলাকায় দাড়িয়ে থাকা আলুভর্তি ট্রাকের পিছনে ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় ট্রাক থেকে আলু নামানোর সময় দুই শ্রমিক ও এক পথচারিও আহত হন।

তাদেরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পর কামরান হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান শহর রক্ষা বাধের উপর পাইপ দিয়ে বালু উত্তোলনের জন্য উচু রাখায় মটরসাইকেল চালক বেপরোয়াগতিতে এসে এখানেই নিয়ন্ত্রন হারিযে ট্রাকের পিছনে মেরে দেয়।

কামরান হোসেন এর আগেও একবার মটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিল।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*