প্রধান মেনু

বাগেরহটে ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত

 মাসুম হাওলাদার।।

বাগেরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে।বাগেরহাটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমীর অনুষ্ঠানে অংশ নেন।

এ উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় বাগেরহাট শহরের শালতলাস্থ হরিসভা মন্দিরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাগেরহাট ৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন ।

জেলা জন্মষ্টমী উদযাপন কমিটির সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট বাগেরহাটের সভাপতি শিব প্রসাদ ঘোষ, আওয়ামী লীগ নেতা শেখ ফরিদ উদ্দিন, সরদার ফকরুল আলম সাহেব, শেখ ফিরোজুল ইসলাম. সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন.সহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে শালতলা থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*