প্রধান মেনু

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, ১৫ ভারতীয় জেলে আটক

মোংলা  প্রতিনিধি।।
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশেরে দায়ে ১৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার রাতে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ভারতীয় ওই জেলেদের আটকের পর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

এরপর বুধবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেল হাজতে পাঠানো ভারতীয় জেলেরা হলো ওলানাথ দাস (৬০), মিন্টু দাস (২৫), বাবলু দাস (৪২), উত্তম দাস (২৬), কিরণ দাস (৬৫), রাজেস দাস (৩২), কার্তিক দাস (৪৫), আনন্দ দাস (৫০), নেপাল দাস (২৯), বাসুদেব দাস (৩০), সূর্য দাস (২৬), উত্তম (৩৫), সোনারাম দাস (৫১), বিমল দাস (৪৮) ও কিল্টন দাস (২৩)। এ সকল জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগোনা জেলায়।

নৌ বাহিনীর বরাত দিয়ে মোংলা থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল জানান, সামীনা লঙ্গন করে বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ শিকারের অপরাধে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে নৌ বাহিনী ১৫ ভারতীয় জেলেকে আটক করে মোংলা থানায় সোপর্দ করে।

এ ভারতীয় ফিসিং ট্রলার এফ,বি মা-লক্ষী’কে জব্দ করা হয়। তুহিন মন্ডল বলেন, আটক ১৫ ভারতীয় জেলেদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়। #






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*