প্রধান মেনু

প্রধানমন্ত্রী­  ইসলামের জন্য যে পদক্ষেপ গ্রহন করেছেন অন্য  কোন সরকার তা করেনি- মন্ত্রী শ ম রেজাউল করিম

 বদরুজ্জামান সুজন নেছারাবাদ ,পিরোজপুর।। 

পিরোজপুরের নেছারাবাদে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্বিরাত সমিতির উদ্যোগে, তৃতীয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে, মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য সাহসী পদক্ষেপ গ্রহন করেছেন তার আর কোন সরকার করেনি ।

তাঁর দৃঢ় সিদ্ধান্তে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাষ্ট্রীয় খরচে আলেম-ওলামাদের হজে পাঠানোর ব্যবস্থা করা হয়,যাতে করে দরিদ্র আলেম-ওলামারা হজ্ব পালন করতে পারে, আর এ ধারা অব্যাহত থাকবে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে তার আগের মন্ত্রীসভার দুইজন সদস্য বামপন্থী নেতা হিসেবে যাদের পরিচিতি রয়েছে তারাও হজ্ব করে এসেছেন।

প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন এবং বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে তার কন্যা শেখ হাসিনা স্পস্ট করে বলেছেন এ দেশে ইসলাম ও সুন্নাহ পরিপন্থী কোনও আইন বাস্তবায়ন করা হবে না।

বঙ্গবন্ধু তাবলিগ জামায়াতের জন্য কাকরাইলে কাকরাইল মসজিদ নির্মানসহ গাজিপুরের টঙ্গীতে বিশ্ব ইছতেমার জন্য জমি দান করেছেন, আজকে সেই ইছতেমা মাঠেই মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ প্রতিবছর অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ৭৪ সালে বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে যোগদানের মাধ্যমে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলেন এবং সে পথ ধরেই তার কন্যা ইসলামের খেদমত করে যাচ্ছেন।

আইএস এর উদ্দৃতি দিয়ে মন্ত্রী বলেন, কিছু লোক ইসলামের অপব্যাখ্যা করে জঙ্গিবাদী কর্মকান্ডসহ নানা অপকর্ম করার চেষ্টা করছে,এরা ইসলামের জন্য নয় মুসলমানদের বিশ্বদরবারে জঙ্গি আখ্যা দেয়ার জন্য ষড়যন্ত্র করছে, খেয়াল রাখবেন আপনার সন্তানরা যেন জঙ্গিবাদে না জড়ায়, ইসলাম ধর্মের কথাও মানুষ হত্যার কথা বলে নাই।

তিনি বলেন, এদেশে সরকারি ব্যবস্থায় কোন মসজিদ নির্মাণের ব্যবস্থা ছিল না। কিন্তু আমাদের সরকার সরকারিভাবে দেশের ৬৪ টি জেলার প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদের ব্যবস্থা করেছেন।

যে মসজিদে কেবল নামাজ আদায়ই নয়, সেখানে থাকবে ইসলামিক ক্লাব, লাইব্রেরী, মসজিদের ইমাম-মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা। সেটা হবে ইসলাম চর্চার একটা কেন্দ্র।

তিনি আরো বলেন, মদ, জুয়া ক্যাসিনো এসব অনৈতিক জিনিসের মধ্য থেকে কোন জাতি এগোতে পারে না,তাই আপনারা ইতোমধ্য দেখেছেন সম্রাটের মতো জুয়ারি মাদক কারবারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছেন,কেরাত সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পবিত্র কোরআন পাঠ অনেকেই শুনেছেন। কিন্তু সহী শুদ্ধভাবে কুরআন পাঠ অনেক সু-মধুর হয়।আজকে আমরা আন্তর্জাতিক মানের দেশ-বিদেশের বিখ্যাত ক্বারীদের মধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শুনবো।

ক্বিরাত সম্মেলন শুনতে সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা ছাড়াও বরিশালের গোটা দক্ষিণাঞ্চল থেকে দ্বীনদার ইসলাম প্রিয় মানুষের ঢল -কানায় কানায় পূর্ণ সম্মেলন ময়দান।

মিসরের শায়খ ড. ক্বারী আবদুল নাসির, তানজিয়ার শায়খ ক্বারী রেজাই আইয়ুব,ভারতের ক্বারী তৈয়ব জামাল,বাংলাদেশের শায়খ আলহাজ্ব মাওলানা ক্বারী মো. হাবীবুর রহমানসহ আরো অনেক সম্মেলনে ক্বীরাত পরিবেশন করেন।

সম্মেলনের সভাপতিত্বে করেন ট্রাষ্টের উপদেষ্টা সাবেক সাংসদ অধ্যক্ষ মো. শাহ্ আলমের,স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের সভাপতি মো. মাসুদুর রহমান, বাংলাদেশ ক্বারী সমিতির সভাপতি ক্বারী হাবিবুর রহমান।

সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ইসলামি ফাউন্ডেশনের পিরোজপুরের উপ-পরিচালক একেএম সাদ উদ্দীন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা  সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবিরসহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আগত শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়েতেলাওয়াত ক্বারীদের কুরআন তেলাওয়াত শুনে। 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*